ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা, সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি বর্তমানে দক্ষিণপশ্চিম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছে তারা।


আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


পরবর্তী কয়েক দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


সংস্থাটি আরও বলেছে, ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দর ও নদী তীরবর্তী এলাকায় ভেস্তে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। মৎস্যজীবীদের নদী ও সমুদ্রে যান না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় ও বৃষ্টির সময় বাতাসের গতি কিছু এলাকায় ৮০-৯০ কিমি/ঘণ্টা পর্যন্ত হতে পারে।


৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।