 
      সংগৃহীত ছবি
          বুধবার (১৮ জুন) সকালে কঠোর নিরাপত্তার মধ্যে কক্সবাজার থেকে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমকে প্রিজন ভ্যানে করে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির তার বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর(এপিপি) অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। তিনি জানান, জাফর আলমের বিরুদ্ধে আরও কিছু অভিযোগও তদন্তাধীন রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ আগস্ট চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
