শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার তারেক রহমানে
ছবিঃ বিপ্লবী বার্তা

ভোর থেকেই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা দলে দলে জড়ো হচ্ছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।


খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।


ক্ষমতায় গেলে বাজেটের একটি বড় অংশ শিক্ষায় বরাদ্দ রাখা হবে। শিক্ষকদের যেন সংসার চালাতে অন্য কাজ করতে না হয়, সে বিষয়েও উদ্যোগ নেব।


তিনি জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও এক–দুটি বিদেশি ভাষা শেখানো হবে শিক্ষার্থীদের, যাতে আন্তর্জাতিক চাকরির সুযোগ বাড়ে। স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা, ভাষা ও খেলাধুলা আবশ্যিক করা হবে বলে জানান তিনি।


অনুষ্ঠানের আয়োজকরা বলছেন, এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে–কলমে জেনেছে বিএনপির রাষ্ট্র সংস্কার রূপরেখার ৩১ দফা। বিএনপির প্রতিশ্রুতি, শিক্ষাই হবে রাষ্ট্রগঠনের ভিত্তি, শিক্ষার্থীরাই হবে আগামী বাংলাদেশের নির্মাতা।