গাউসিয়া কমিটি কুবিতে গাউসুল আজম (রাহ.)-এর মৃত্যুবার্ষিকী পালিত
ছবিঃ বিপ্লবী বার্তা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সুফিবাদের মহান ব্যক্তিত্ব, কুতুব-ই-রাব্বানি, মাহবুব-এ-সুবহানি, গাউসুল আজম, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রাহ.)-এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শিরনি বিতরণ এবং শানে মোস্তফা হামদ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।


সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে গাউসিয়া কমিটি কুবি শাখার সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে হামদ ও নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া মাদ্রাসার অধ্যাপক মুফতি ইব্রাহিম আল কাদ্বেরী এবং প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাবের হোসাইন, কাজী কায়কোবাদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম। তিনি বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখা কর্তৃক আয়োজিত এই স্মরণসভা সুফিবাদের আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমরা উগ্রবাদ ও বিশৃঙ্খলার মধ্যে বাস করছি। এই অবস্থায় সুফিবাদের শান্তির বার্তা ছড়িয়ে দিতে গাউসিয়া কমিটির মতো সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম।”


বিশেষ অতিথি ও কুমিল্লা তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা কাজী কায়কোবাদ বলেন, “আজকের অনুষ্ঠান ফাতেহা-ই-ইয়াজদাহম। আমাদের করণীয় হলো আবদুল কাদের জিলানী (রাহ.)-এর রেখে যাওয়া আদর্শ দেশের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের হাত ধরেই এই মানবতার বার্তা ঘরে ঘরে পৌঁছে যাবে।”


প্রধান অতিথি মাকসুদুল করিম বলেন, “গাউসিয়া কমিটি একটি অরাজনৈতিক সংগঠন, যার মূল উদ্দেশ্য মানবসেবা। ফাতেহা-ই-ইয়াজদাহম কোনো সাধারণ মৃত্যুবার্ষিকী নয়; এটি গাউসুল আজম (রাহ.)-এর বিদায়ের দিন। তাঁর আদর্শ ও শিক্ষাই আমাদের আত্মশুদ্ধি ও মানবকল্যাণের পথে পরিচালিত করে।”


অনুষ্ঠান শেষে গাউসিয়া কমিটি কুবি শাখার নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় চত্বরে শিরনি বিতরণ করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা আবদুল কাদের জিলানী (রাহ.)-এর শিক্ষা, আদর্শ ও মানবসেবার চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।