 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাত্যহিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৭৯১, আর মৃত্যুর সংখ্যা ২৪৯। সর্বশেষ ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, একজন করে মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষ, এবং হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১০ জন, আর ঢাকা বিভাগের বাইরে অন্য হাসপাতালে ২০৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা ১৩৯।
চলতি বছরের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু গত সেপ্টেম্বর মাসে রেকর্ড করা হয়েছিল। তবে চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যু আগের যে কোনো মাসের চেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, চলতি সপ্তাহের শেষে সাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলে এডিস মশার বিস্তার আরও বেড়ে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
