 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ে অবস্থিত জামিয়া মোহাম্মদিয়া তা'লিমুল কুরআন মাদ্রাসা (পাকিস্তানি মসজিদে) এই দোয়ার আয়োজন করা হয়।
লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহান বলেন, “গত ৭ই সেপ্টেম্বর আমাদের সহপাঠী সুমাইয়া ও তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ তাদের মৃত্যুর ৪০তম দিন। এই উপলক্ষে আমরা ব্যাচের পক্ষ থেকে, শিক্ষকদের সহযোগিতায় এবং অত্র প্রতিষ্ঠানের এতিম শিশুদের জন্য খাবারের আয়োজনসহ দোয়া মাহফিলের আয়োজন করেছি।”
লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার বলেন, “এই বিভাগটা আমাদের পরিবারের মতো। সুমাইয়ার অকাল মৃত্যুতে আমরা একজন প্রিয় সদস্যকে হারিয়েছি। আজকের এই দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমরা আবারও তাকে স্মরণ করছি।”
লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, “সুমাইয়া আমাদের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ছিল। তার ও তার মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা এখনো শোকাহত। আজকের দোয়া মাহফিল ও খাবার বিতরণ আমাদের তরফ থেকে সামান্য শ্রদ্ধাঞ্জলি।”
উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর কুমিল্লার নিজ বাড়িতে কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনা বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া ফেলে এবং এখনো শিক্ষার্থীদের মাঝে গভীর বিষাদের অনুভূতি বহন করে।
 সানজানা তালুকদার
                     সানজানা তালুকদার 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
