 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন সোচ্চার রাবি শাখার সভাপতি এস এম সালমান সাব্বির। মোস্তাকুর ও সাব্বির দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন
ঘোষণায় জানানো হয়, ভিপি পদে সর্বোচ্চ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭। 'সর্বজনীন শিক্ষার্থী সংসদ' প্যানেলের তাসিন খান ভোট পেয়েছেন ১ হাজার ৬২১ ভোট।
জিএস পদে সর্বোচ্চ ১১ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন সাবেক সমন্বয়ক ও 'আধিপত্যবিরোধী ঐক্য' জোটের সালাহউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 'সম্মিলিত শিক্ষার্থী জোটের' ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট। ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের' প্যানেলের নাফিউল ইসলাম জীবন ভোট পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।
৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে এজিএস হয়েছেন 'সম্মিলিত শিক্ষার্থী জোটের' এস এম সালমান সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের' জাহিন বিশ্বাস এষা ভোট পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সজিবুর রহমান ২ হাজার ৯০৭ ভোট পেয়েছেন।
এছাড়া পাঁচ সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও এস এম সালমান সাব্বির। 
 সৈয়দ মাহিন,রাবি
                     সৈয়দ মাহিন,রাবি 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
