 
      আগামীকাল (বৃহস্পতিবার) সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব ডাক দিবস। এ উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর”। এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরকারের সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়নে ডাক সেবার অবদান তুলে ধরা এবং আধুনিক ডাক ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।
বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আজ (বুধবার) বিকেল ৪টায় ডাক ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেবেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনিই দুই দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
এছাড়া উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টায় ডাক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যা আগারগাঁওসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেল সাড়ে ৩টায় হবে সেমিনার “আগামীর ভাবনায় ডাক”, যেখানে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা।
দ্বিতীয় দিন, শুক্রবার সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। বিকেলে আয়োজিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন, যা ডাক বিভাগের ঐতিহাসিক সংযোজন হিসেবে বিবেচিত হবে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
