রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কর্মকর্তা-কর্মচারীরা। তবে রাকসু নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা এ সিদ্ধান্তের বাইরে থাকবে।


রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি বলেন, “এ সিদ্ধান্তে আমরা হতাশ। দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা আছে, অথচ আমাদের বঞ্চিত করা হয়েছে। তাই আমরা শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছি।”


এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় কর্মরতদের সন্তানদের ভর্তি সংক্রান্ত প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়।


সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ জানান, প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এছাড়া জুবেরী ভবনে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্তও হবে। স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতে একটি লিঁয়াজো কমিটি গঠন করা হয়েছে।


তিনি আরও বলেন, রাকসু নির্বাচন যথাসময়ে আয়োজনের ব্যাপারে সিন্ডিকেট প্রতিশ্রুতিবদ্ধ।


উল্লেখ্য, আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ শতাংশ পোষ্য কোটা চালু ছিল। চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এরপর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা একে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে আন্দোলনে নামে। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর তারা ঘোষণা দেন, দাবি না মানলে ২১ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন।


বর্তমানে কোটা ইস্যু, শিক্ষক লাঞ্ছনা ও প্রশাসনের অবস্থান ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।