চবি প্রক্টরে পরিবর্তন, ড. সরওয়ার্দীর হাতে দায়িত্বভার
ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। তাকে আগামী এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।


রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. হোসেন শহীদ সরওয়ার্দী বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আদেশ আগামী ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।


অন্যদিকে, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।