পূজা প্রস্তুতি সম্পূর্ণ, ২৯৮টি মণ্ডপে মাতছে দুর্গাপূজা
ছবিঃ বিপ্লবী বার্তা

সারাদেশের ন্যায় মুকসুদপুর উপজেলাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২০২৫ সালের শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপন করবে। এবছর পুজা শুরু হবে ২৮ সেপ্টেম্বর এবং মহাষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত (২ অক্টোবর) চলে আসবে। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বইছে পূজার আমেজ।

মুকসুদপুর উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ২৯৮টি মণ্ডপে পূজা অর্চনার কাজ চলবে। প্রতিটি মণ্ডপে চলছে প্রতিমা নির্মাণ শিল্পের নিপুন হাতের কারু কাজ। রাত জেগে দিনের পর দিন শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত।

এবার আইন প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। পুলিশ, আনসার ভিডিপি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত লোক মাঠে নামিয়ে রেখেছেন, যাতে কোনো প্রকার সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হতে পারে। গোপালগঞ্জ জেলা প্রশাসক ইতিমধ্যেই ১০ আগস্ট জেলা প্রশাসক মিলনায়তনে পূজা উদযাপন কমিটি, মন্দিরের পুরোহিত, ইমাম, মোয়াজ্জেম এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দসহ সকল পেশার মানুষ নিয়ে প্রস্তুতি সভা করেছেন।

মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস জানিয়েছেন, এবছরও সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, মা দুর্গা সবাইকে শান্তিতে রাখবেন।

মুকসুদপুর থানার পরিদর্শক শীতল চন্দ্র পাল বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপের অবকাঠামো, কাচা-পাকা ঘর, দেওয়াল, বেড়া সহ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করা হচ্ছে। পূজার এক সপ্তাহ আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে সতর্কতা অবলম্বন করবে এবং কোনো ধরনের আইনশৃঙ্খলার ঘটনা না ঘটার দিকে নজর রাখা হবে।