
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫ উপলক্ষে নির্বাচন কমিশন সমস্ত প্রাথমিক কার্যক্রম শেষ করেছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, ফলে পুরো ক্যাম্পাস এখন নির্বাচনী আমেজে ভরপুর।
গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণার সূচনা করে কমিশন।
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল প্রচারণার প্রথম দিনেই আলোচনায় আসে। জিএস পদপ্রার্থী নাফিউল জীবন ক্লাসরুমে প্রচারণা চালান, সিনেট সদস্য পদপ্রার্থী সাফিন আজমীর পরিবহন মার্কেটের সামনে পোস্টার টানেন। ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ও জিএস প্রার্থী জাহিন বিশ্বাস আন্তঃবিভাগ ফুটবল খেলার গ্যালারীতেও প্রচারণায় অংশ নেন। শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল প্রচারণায় ভিন্নধারার পদক্ষেপ গ্রহণ করেছে। হলগুলোতে আতর বিলিয়ে জনসংযোগ শুরু করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস প্রার্থী এস. এম. সালমান সাব্বির গরুর গাড়িতে চড়ে প্রচারণা চালাচ্ছেন।
ইতিহাসে প্রথম নারী প্রার্থী তাসিন খানের নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল রবিবার সিরাজী ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা দেয়। এছাড়া ফেসবুকে ভিডিও বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের মাঝে কর্মসূচি প্রচার করছে তারা। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেল প্রচারণার শুরুতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। ভিপি প্রার্থী মেহেদী মারুফ ও জিএস প্রার্থী আফরিন জাহানের নেতৃত্বে প্যানেলের সদস্যরা ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। বামজোট সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল প্রথম দিনের প্রচারণা শুরু করে শহিদ মিনারে ফুল অর্পণ করে। ভিপি প্রার্থী ফুয়াদ রাতুলের নেতৃত্বে প্যানেলের সদস্যরা বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘অপরাজেয়,৭১, অপ্রতিরোধ্য,২৪’ প্যানেলের ভিপি প্রার্থী মাসুদ কিবরিয়া প্রথম দিন থেকেই সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেন। টুকিটাকি চত্বর, আমতলা ও একাডেমিক ভবনের সামনে লিফলেট বিতরণ করেন প্যানেলের অন্যান্য প্রার্থীরা। স্বতন্ত্র শিক্ষার্থী জোটও ব্যালট নম্বর পাওয়ার পরপরই প্রচারণায় নামে। ভিপি প্রার্থী তাওহিদুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করেন।