অধিকার আদায়ে জবি শিক্ষার্থীরা অনশনে
ছবিঃ বিপ্লবী বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অনশন শুরু করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে সম্পূরক বৃত্তি কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদানসহ লাইব্রেরির আধুনিকায়ন।


মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এ অনশন শুরু হয়। এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জানায়, তারা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন করবে।


অনশনে অংশ নেওয়া জবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, মন্ত্রণালয়ের শিকল ভেঙে জবিয়ানদের অধিকার আটকে আছে প্রশাসনের কাছে। মন্ত্রণালয়ের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ না করায় শিক্ষার্থীরা আজও বঞ্চিত। তিনি অভিযোগ করেন, প্রশাসন বিভিন্নভাবে শিক্ষাবৃত্তির সুবিধা কাটছাঁট করার চেষ্টা করছে যা শিক্ষার্থীরা মেনে নেবে না।


বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, শিক্ষার্থীরা জীবন দিতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত প্রশাসনের হাতে। সম্পূরক বৃত্তি নিয়ে শুরু হওয়া নাটকের দ্রুত সমাপ্তি দাবি করেন তিনি। জকসু নির্বাচনকে ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার উল্লেখ করে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানান। একইসঙ্গে ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদান ও লাইব্রেরির আধুনিকায়নের জন্যও প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।


জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, এতদিন অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও প্রশাসনের কোনো সাড়া না পেয়ে শিক্ষার্থীরা বাধ্য হয়ে অনশন শুরু করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না পর্যন্ত তিন দফা দাবি আদায় হবে, ততক্ষণ অনশন চলবে। এর ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কারও মৃত্যু হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।


শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবার ও লাইব্রেরিতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।


শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।