
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার প্রহর পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারো ছড়ালো ছাত্র সংসদ নির্বাচনের উত্তাপ। চাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবমুখর আমেজ। আর এই নির্বাচনকে সামনে রেখে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলো ইসলামী ছাত্রীসংস্থা।
মঙ্গলবার দুপুর বারোটায় নির্বাচন কমিশনের কার্যালয় থেকে প্রীতিলতা হল সংসদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। ভিপি পদে লড়বেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিসবাহুল জান্নাত তারিন, জিএস পদে তৃতীয় বর্ষের নাদিয়া সুলতানা এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফরিদা রিমা।
সংগঠনের নেত্রীবৃন্দ জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং হলে চলমান সমস্যার সমাধানের অঙ্গীকার নিয়েই তারা মাঠে নেমেছেন। আপাতত ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা।
আজ ১৬ই সেপ্টেম্বর ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। আগামীকাল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। আর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত চাকসু ও হল সংসদ নির্বাচন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার এ নির্বাচন হবে উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক চর্চার এক অনন্য দৃষ্টান্ত।