পীরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের জন্য নবীন বরণ  আয়োজন করেছে পীরগঞ্জ মহিলা কলেজ। শনিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ।

আলোচনায় বক্তারা নবীন ছাত্রীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি মনোযোগী হতে আহ্বান জানান। তারা মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। নবীন ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছাঃ আতিকা মাহফুজ। তিনি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগী অধ্যয়নের মাধ্যমে কলেজের সুনাম ধরে রাখার অঙ্গীকার করেন।