রাজাপুর সরকারি কলেজের নবীন বরন অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজাপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির ২০২৫- ২৬ শিক্ষাবর্ষের  নবাগত শিক্ষার্থীদের  নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ হলরুমে এ আয়োজন করা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের আহবায়ক এস এম আব্দুস শুকুর। এ সভায় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির প্রফেসর মোঃ হুমায়ুন কবীর  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কলেজ জীবন শিক্ষার্থীদের জীবনে এক নতুন অধ্যায়। সুশৃঙ্খল জীবনযাপন, মনোযোগী অধ্যয়ন এবং নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব।


সভায় নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, একাডেমিক কার্যক্রম ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য কঠোর পরিশ্রম ও ইতিবাচক চিন্তাধারার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।