
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনকে সামনে রেখে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টার পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ নিয়ম ভঙ্গ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শোকজসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বাইরের ব্যক্তিগত বা পারিবারিক কোনো ঘটনা বা দুর্ঘটনার দায় অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে। তদন্তে প্রমাণ মিললে এর জন্যও দায়ীদের শাস্তির মুখোমুখি হতে হবে ।
স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিন পর কোনো শিক্ষার্থী কিংবা বহিষ্কৃত শিক্ষার্থীদের আবাসিক হলে থাকার অনুমতি থাকবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, সাম্প্রতিক সময়ে গভীর রাতে তৃতীয় পক্ষের ইন্ধনে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছে। শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে সকল শিক্ষার্থীকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।