
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতারকৃত আসামি মোঃ মোবারক হোসেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি জানান, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে মোবারক বলেন, ঝাড়ফুঁক করার নাম করে সুমাইয়াকে বসিয়ে এনে প্রথমে তাকে ধর্ষণ করেন । ঘটনাটি দেখে ফেলায় সুমাইয়ার মাকেও হত্যা করেন । এরপর আবার সুমাইয়ার কাছে ফিরে গিয়ে তাকে হত্যা করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা কাপড়চোপড়, বিছানার চাদরসহ সব আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ঘটনার সত্যতা আরও নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরী এলাকার ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তিনিই এ দ্বৈত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও খুনি।