বাংলাদেশে জামায়াতের উত্থান, চিন্তিত ভারতের রাজনৈতিক অঙ্গন
ছবিঃ বিপ্লবী বার্তা

হঠাৎই জামায়াতের মাথা চারা দিয়ে ওঠায় উত্তাল ভারতের রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি ভারতের সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা এই বিষয়ে দিয়েছেন সরাসরি সতর্কবার্তা । তিনি বলেন, “চিতা তার দাগ বদলায় না”। অর্থাৎ জামায়াতের চরিত্র অপরিবর্তিত, আর তাদের নতুন উত্থান শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্যও বড় হুমকি।



বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার সদস্য জওহর সিরকার পরিচালিত “আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?” শীর্ষক আলোচনায় অংশ নিয়ে শ্রিংলা বলেন, 'বাংলাদেশে ক্ষমতায় যেই আসুক, ভারত তার সঙ্গে কাজ করবে। কিন্তু সেই সরকার যদি ভারতের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়, তখনই তৈরি হবে নতুন সংকট।'



তিনি স্মরণ করিয়ে দেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবেই কাজ করেছিল জামায়াত। গণহত্যাসহ নানান অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি এই সংগঠন মুসলিম ব্রাদারহুডের অংশ, যাদের নেটওয়ার্ক সক্রিয় বাংলাদেশ, পাকিস্তান, মিসরসহ একাধিক দেশে।



তার আশঙ্কা, আসন্ন নির্বাচনে জামায়াত উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে। তাই তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ইতোমধ্যেই বাংলাদেশ ও সীমান্ত এলাকায় কার্যক্রম জোরদার করেছে, যা বিরোধী শক্তির মধ্যে নতুন যোগসাজশ তৈরি করতে পারে।