জাকসুতে দায়িত্বরত শিক্ষিকার মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (২৯)। তিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের ডিউটি ম্যানেজার সফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, আগের রাতে ভোট গণনার কাজ অসম্পূর্ণ থাকায় সকালে পুনরায় গণনার জন্য শিক্ষকদের ডাকা হয়েছিল। সে সময় সিনেট হলের দরজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস।


তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।