
ছবিঃ সংগৃহীত
এশিয়া কাপ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত ক্রিকেট উপহার দিল আফগানিস্তান। ব্যাট হাতে সেদিকুল্লাহ আতল ও আজমাতুল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ইনিংস, আর বল হাতে ফারুকি-নাইবদের শৃঙ্খলিত বোলিংয়ে একতরফা জয় পেল তারা।
প্রথমে ব্যাট করে আফগানরা ৬ উইকেটে তোলে ১৮৮ রান। ওপেনার আতল খেলেন অপরাজিত ৭৩ রান, আর ওমরজাই মাত্র ২১ বলে করেন বিধ্বংসী ৫৩ রান। নবীও অবদান রাখেন ৩৩ রানে।
টার্গেট তাড়া করতে নেমে হংকং শুরুতেই চাপে পড়ে। মাত্র ২২ রানে ৪ উইকেট হারায় তারা। একমাত্র বাবর হায়াত কিছুটা চেষ্টা করেছিলেন ৩৯ রান করে, কিন্তু বাকি ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। নির্ধারিত ২০ ওভারে হংকং দাঁড়ায় মাত্র ৯ উইকেটে ৩৯ রানে।
আফগানিস্তানের হয়ে ফারুকি ও নাইব নেন ২টি করে উইকেট, রশিদ-নূর-ওমরজাই পান একটি করে উইকেট।
ম্যাচসেরা হয়েছেন সেদিকুল্লাহ আতল।