
সম্পূরক বৃত্তি প্রদান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দেন— “জকসু আমার অধিকার, দিতে হবে দিয়ে দাও”, “তাড়াতাড়ি বৃত্তি দে, নইলে গদি ছেড়ে দে”, “সিন্ডিকেটের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে” ইত্যাদি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দুই দফা দাবিতে আন্দোলন করলেও প্রশাসন শুধু আশ্বাস দিয়ে আসছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এর আগে আন্দোলনের পথে পুলিশি বাধা ও হামলার শিকার হলেও তারা পিছু হটেননি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন— দ্রুত দাবি পূরণ না হলে প্রশাসনের পদত্যাগ দাবি করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বলেন, “প্রশাসন অসহায় আচরণ করছে। আমাদের দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না দিলে আন্দোলনের গতি আরও তীব্র হবে।”
জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতে ছাত্র সংসদ নির্বাচন জরুরি। আগে যেমন ফ্যাসিস্ট প্রশাসন ছিল, এখনো তাই আছে। আমাদের দুই দফা দাবির বাস্তবায়ন না হলে তা এক দফায় পরিণত হবে।”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দুই দফা দাবির বিষয়ে দ্রুত তারিখ ঘোষণা না করলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।