ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ২০২৫ উপলক্ষে নানা আয়োজনের অংশ হিসেবে আজ (৬ সেপ্টেম্বর ২০২৫) রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ক্লাস রুমে বিকেল ৩টায় প্রতিযোগিতা শুরু হয়।


রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ফারদিনা রাহুল মায়া, দ্বিতীয় স্থান লাভ করেন শাহরিয়ার হক নোমান এবং তৃতীয় স্থান অধিকার করেন জুবায়ের আহমেদ।


অন্যদিকে, কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আহনাফ জামান, দ্বিতীয় স্থান লাভ করেন তানভীর আহমেদ এবং তৃতীয় স্থান অধিকার করেন মোশতাক আহমেদ বিজয়।


প্রতিযোগিতা শেষে (৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নিকট ভাঙ্গাপুল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েম উদ্দীন আহমেদ স্যার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এমন অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।