প্রেমে প্রত্যাখাত হয়ে হিজড়ার আত্মহত্যা
ছবিঃ বিপ্লবী বার্তা

জামালপুরের ইসলামপুরে প্রেমে প্রত্যাখাত হয়ে রাজু ওরফে মুন্নি (২৫) নামে এক হিজড়া বিষপানে আত্মহত্যা করেছে।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চিনাচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত রাজু ইসলামপুর উপজেলার কুমিরদহ গ্রামের মৃত শুক্কুর আলী ও মমতার সন্তান।


স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মো. মমিন (২৫) নামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজুর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার মমিন অন্যত্র বিয়ে করলে মানসিকভাবে ভেঙে পড়ে রাজু। পরে অভিমান থেকে সে বিষপান করে জীবন শেষ করে।


এ বিষয়ে ইসলামপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।