এসএসসি বৃত্তিতে কোরক বিদ্যাপীঠের সাফল্য
ছবিঃ বিপ্লবী বার্তা

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সদ্য ঘোষিত বৃত্তির ফলাফলে আবারো চমক দেখাল কক্সবাজারের সেরা শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের আওতাধীন এ ফলাফলে প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং আরও ২১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।


প্রতিবারের মতো এবারও দারুণ সাফল্যে আলো ছড়ানোয় চকরিয়াবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছে কোরক বিদ্যাপীঠ। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ ফলাফল প্রকাশ করে।


ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলেন— মোহাম্মদ ফাহিম মুনতাসির হৃদয় (১২৬২৪০)। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন— আরফাত হোছাইন, অনিক রুদ্র, আল আরাফাত রাফি, তাহিভ ইবনে হানিফ, সালাউদ্দিন কাদের আজাদ, আব্দল্লাহ আল সাঈদ, মোহাম্মদ তামিমুল ইসলাম, অংকন দে, শহিদ আফ্রিদি তাজিন, তাজিন মোহাম্মদ রাজু, আশেকা অন্তরা লামিছা, শ্রাবন্তী সুশীল শান্তা, ওয়াজিহা নুর নাজিয়াত, শাশ্বতী চক্রবর্তী আদৃতা, তাসনিম জাহান নওশীন, তাজিনা হক, নাইমা শাওরিন রাইসা, সালমা খানম, রাশেদুল ইসলাম অনিক, নিশাত তাবাসসুম ফারিহা ও তনুস্রী দাশ।


এই অসাধারণ সাফল্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা আশা প্রকাশ করেছেন— শিক্ষার্থীরা ভবিষ্যতে আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।