ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবির কতৃক আয়োজিত তিনদিন ব্যাপী ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বিজয়ী ও রানার্সআপ হলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


চুড়ান্ত পর্বে “প্রচলিত শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মানসিকতায় নতুনত্ব আনতে ব্যার্থ” শিরোনামে ‘লালন শাহ হল ডিবেটিং সোসাইটিকে’ ০.৫ নম্বরের ব্যাবধানে হারিয়ে বিজয় লাভ করেন, ‘বেগম খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি’। ২৬ তারিখ শুরু হয়ে তিনদিনে তিনটি পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব ছিল আজ।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতি হিসেবে ছিলেন শাখা শিবির সভাপতি মাহমুদুল হাসান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় টিভি বিতার্কিক মোহাম্মদ খালিদ হাসান, ইবি ডিবেটিং সোসাইটির সাবেক কার্যনির্বাহী সদস্য ডিবেটিং ও টিভি বিতার্কিক মো: সাইফুর রহমান, স্পিকার হিসেবে ছিলেন ইবি ডিবেটিং সোসাইটির সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম রাসেল এবং সময় নিয়ন্ত্রক কি সাবরিন।


তিনদিনের অনুষ্ঠানে অংশ নেয় যথাক্রমে সাদ্দাম হোসেন হল, লালন শাহ হল, শহীদ আনাস হল, জুলাই-৩৬ হল, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল ও বেগম খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিসহ চারটি ছাত্রহল এবং তিনটি ছাত্রীহলের মোট আটটি বিতর্ক দল।


প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “একটি জাতিকে এগিয়ে নিতে হলে তরুণদের মধ্যে যুক্তি ও সমালোচনামূলক চিন্তার বিকাশ জরুরি। বিতর্ক চর্চা সেই যোগ্যতা অর্জনের অন্যতম মাধ্যম।”


স্পিকার দিদারুল ইসলাম রাসেল বলেন “বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়; এটি মুক্তচিন্তা, ভিন্নমতকে সম্মান এবং যুক্তিনির্ভর নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন।" 

বিতর্ক প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক হাসানুল বান্না অলি বলেন, “বিতর্কের মাধ্যমে সত্যকে উপস্থাপন করা যায় ভিন্নভাবে মূলত বিতর্ক নতুনত্বের পথকে উন্মুক্ত করে দেয়। এরই ধারাবাহিকতা আমাদের এই আন্তঃ হল সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন।"


“অংশগ্রহণকারীরা মনে করেন, "এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।”