তৃণমূল ঐক্যেই ফিরবে গণতন্ত্রঃ মামুন বিন আবদুল মান্নান
ছবিঃ বিপ্লবী বার্তা
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা এমডি মামুন বিন আবদুল মান্নান বলেছেন, “বিএনপিকে সুসংগঠিত করতে হলে তৃণমূল পর্যায়ের কর্মীদের একসাথে কাজ করতে হবে। আপনারাই দলের প্রকৃত শক্তি, ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে।”

বুধবার (২৭ আগস্ট) বিকালে নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই আবালধনী বাজারে উপজেলা দক্ষিণাঞ্চল বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও দেশের উন্নয়নের জন্য দেশনায়ক তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। এতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সুশাসন নিশ্চিত হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মামুন বিন আবদুল মান্নান বলেন, “আগামী দিনে দল আমাকে যদি মনোনয়ন প্রদান করে এবং আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে সমগ্র নান্দাইলের ব্যাপক উন্নয়ন করা হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতেহারুল হক টিপু সুলতান।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইদ্রিছ আলী, হাবিবুর রহমান আরজু, জহিরুল ইসলাম, সৈনিকদল নেতা আমিনুল ইসলাম, রাকিব হাসান, যুবদল নেতা আব্দুল আহাদ, ছাত্রদল নেতা আল মামুন, আজিমুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দিলে পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।