
ছবিঃ বিপ্লবী বার্তা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দেখার হাওরের প্লাবনভূমি ও ৩টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির মোট ৫০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং শান্তিগঞ্জ কার্প হ্যাচারি কমপ্লেক্স কর্মকর্তা মনিরুজ্জামানসহ স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।