জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানারআপ কুবি শিক্ষার্থী
ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটি কর্তৃক আয়োজিত 'জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপ–২০২৫' এ  'এসইউ-৫' ক্যাটাগরিতে রানারআপ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী নয়ন অধিকারী।

 


২২ আগস্ট (শুক্রবার) ঢাকার তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশে থেকে ছয়টি ক্যাটাগরিতে প্রায় ২০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।


নয়ন অধিকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জন্মগতভাবে তাঁর একটি হাত নাই। তারপরও ছোটবেলা থেকে ব্যাডমিন্টনের প্রতি প্রবল আগ্রহ তাঁর। সেই আগ্রহ আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ছুটে চলছেন নিজের স্বপ্নের পথে।



নয়ন বলেন, 'এত বড় একটা প্রতিযোগিতায় রানারআপ হওয়া আমার জন্য সত্যিই আনন্দের। আমি গত দুই মাস ধরে অসুস্থ থাকার কারণে প্র্যাকটিস করতে পারিনি। এখনো আমার ঘাড়ে ব্যথা। অসুস্থ শরীর নিয়ে বিনা প্র্যাকটিসে রানারআপ হতে পারা আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের। আমার এই অর্জন নিয়ে আমার পরিবার এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই খুশি।'


তিনি আরও বলেন, '২০৩২ সালে প্যারা অলিম্পিক খেলার স্বপ্ন আছে আমার। সামনে ২০২৮ সালেও একটা প্যারা অলিম্পিক আছে, এটাতে হয়তো আমি অংশগ্রহণ করতে পারব না। কারণ, এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তবে, আমার দৃঢ় বিশ্বাস আমি ২০৩২ সালে দেশের হয়ে প্যারা অলিম্পিক খেলবো।'


উল্লেখ্য, গত ২১ এবং ২২ আগস্ট দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার ছিল গোল্ড মেডেল এবং দ্বিতীয় পুরস্কার ছিল সিলভার মেডেল।