রাজধানীর বনশ্রী ডি ব্লকে মাস শেষে বেতন বিতর্ককে কেন্দ্র করে এক গৃহশিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রের ছাত্রের মা রাবেয়া খাতুন দীপার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থী কয়েকদিন অসুস্থ থাকায় পড়তে পারে নাই । সেই সময়ের বেতন নিয়ে শিক্ষিকা ও অভিভাবকের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।
ছাত্রের মা রাবেয়া খাতুন দীপার বিরুদ্ধে। ওই কয়েকদিনের বেতন কম দিতে চাইলেও শিক্ষিকা এতে রাজি হননি। এক পর্যায়ে অভিভাবক ক্ষিপ্ত হয়ে শিক্ষিকাকে আটক রেখে মারধর করেন।
ঘটনাটি ঘটার পর ভুক্তভোগী শিক্ষিকা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন এবং ন্যায্য বিচার দাবি করেছেন। স্থানীয়রা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
এ ঘটনার পর বনশ্রী এলাকায় মানুষ ক্ষুব্ধ এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন অভিযোগটি খতিয়ে দেখছে।