পূর্বধলায় একই রাতে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় একই রাতে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—আগিয়া ইউনিয়নের জয়চরণ বিশ্বাস (৭৩) এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮)।

বুধবার (২০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম।

তিনি জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে প্রথম ঘটনা ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাংক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারিয়ে যাওয়ায় জয়চরণ বিশ্বাস ক্ষুব্ধ হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বুধবার ভোরে স্থানীয় বাসিন্দা আরতী রানী দাস তাকে বাড়ির বারান্দার সামনে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

একই রাতে নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামেও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বোরহান উদ্দিনের মরদেহ। ভোরে স্থানীয় পাহারাদার আব্দুল মজিদ পুকুরপাড়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি নূরুল আলম জানান, দুটি মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।