
চোট কাটিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে চেজ স্টেডিয়ামে এমএলএস কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
এ ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টারের স্কোয়াডে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন কোচ হাভিয়ের মাচেরানো। ডান পায়ের চোটের কারণে গত দুই ম্যাচে মায়ামির হয়ে খেলতে পারেননি মেসি। ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচের শুরুতেই তিনি মাংসপেশিতে আঘাত পান এবং মাত্র ১১ মিনিট পর মাঠ ছাড়তে বাধ্য হন আটবারের ব্যালন ডি’অর জয়ী। দীর্ঘ পুনর্বাসনের পর ১৩ আগস্ট আবারও অনুশীলনে ফেরেন তিনি। মাচেরানো জানান, “লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছে। অপ্রত্যাশিত কিছু না হলে শনিবারের ম্যাচে তাকে স্কোয়াডে পাব।”
মেসি চোটে ছিটকে যাওয়ায় লিগস কাপে পিউমাসের বিপক্ষে ৩–১ গোলের জয়ে খেলতে পারেননি। এরপর এমএলএসে অরল্যান্ডো সিটির কাছে ৪–১ গোলের হারের ম্যাচেও তাঁকে পায়নি মায়ামি। ভিসাজনিত সমস্যায় রদ্রিগো দি পলও কিছুদিন দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন। তবে গ্যালাক্সির বিপক্ষে তাকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করেন কোচ।
গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের পর মায়ামিকে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হতে হবে। এমএলএস ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া খেলেছে ২৬ ম্যাচে, পয়েন্ট ৫১।
ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও মেসি দারুণ ছন্দে আছেন। এ মৌসুমে এমএলএসে ১৮ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯ গোল। ন্যাশভিল এসসির স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন তিনি, যদিও সারিজ মেসির চেয়ে ৮ ম্যাচ বেশি খেলেছেন।
এস কে আর