
শ্রাবণ মাসের শেষের দিকে বৃষ্টির কারণে ঢাকার বায়ুদূষণ সাধারণত কমে আসে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ছিল ১৫৩, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত।
আজকের বায়ুদূষণে শীর্ষে রয়েছে কঙ্গো প্রজাতন্ত্রের কিনসাসা, স্কোর ১৭৩; দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৪। ঢাকার বায়ুদূষণের তথ্য দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার, যা নিয়মিতভাবে বায়ু মানের সূচক প্রকাশ করে।
আইকিউএয়ারের সতর্কবার্তায় নগরবাসীকে বাইরে বের হলে মাস্ক পরিধান, বাইরে ব্যায়াম না করা এবং জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ষাকালে সাধারণত বৃষ্টির কারণে বায়ুদূষণ কমে আসে। তবে প্রাকৃতিক এই ঘটনা ছাড়া ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। বৃষ্টির পর কিছুদিন দূষণ কমলেও পরবর্তীতে তা আবার বাড়ে।
রাজধানীর সবচেয়ে বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে পীরেরবাগ রেললাইন (স্কোর ১৮০) এবং তেজগাঁওয়ের বেজ ওয়াটার গার্ডেন (স্কোর ১৬৫)।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (PM 2.5), যা আজকের মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত সীমার চেয়ে ১১ গুণ বেশি।