ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পেলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান
ছবিঃ বিপ্লবী বার্তা

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জনাব মো. হাবিবুর রহমান-কে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আয়ন-ব্যয়ন ক্ষমতাসহ এই দায়িত্ব অর্পণ করা হয়।


সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল রাখার লক্ষ্যে উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমানকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ইনস্টিটিউটের একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম তদারকি করবেন।