দীর্ঘদিন ধরে চলা মান-অভিমান, ফেসবুক যুদ্ধ আর ব্যক্তিগত তিক্ততার অবসান ঘটিয়ে আবারও রুপালি পর্দায় একসঙ্গে ফিরছেন ঢাকাই সিনেমার আলোচিত জুটি শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। একসময় রাজের প্রাক্তন স্ত্রী পরীমণির ‘তীব্র আপত্তি’ ও ঘর ভাঙার আশঙ্কায় যে জুটির পথচলা থেমে গিয়েছিল, সব বাধা পেরিয়ে সেই রসায়ন আবারও বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।
কয়েক দিন আগে মিমের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরেই এই জল্পনার সূত্রপাত হয়। পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক অভিনেতার ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘অনুমান করুন তো আমার নতুন নায়ক কে?’ ভক্তদের সেই অনুমানকে সত্যি করে পরিচালক আলভী আহমেদ নিশ্চিত করেছেন যে, তাঁর সরকারি অনুদানের সিনেমা ‘জীবন অপেরা’-তেই জুটি বাঁধছেন রাজ-মিম।
পরিচালকের নিজের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ‘রফিক’ চরিত্রে শরীফুল রাজ এবং ‘শারমিন’ চরিত্রে অভিনয় করবেন মিম। পরিচালক জানিয়েছেন, ২০২৬ সালের এপ্রিল মাসে ঈদুল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
২০২২ সালে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশচুম্বী সাফল্যের সময় রাজ-মিম জুটিকে নিয়ে উত্তাল ছিল ঢালিউড। ঠিক তখনই রাজের তৎকালীন স্ত্রী পরীমণি বিস্ফোরক অভিযোগ তোলেন। ফেসবুকে একাধিক পোস্টে তিনি দাবি করেছিলেন—রাজ ও মিমের ‘অতিরিক্ত ঘনিষ্ঠতা’ ও ‘মাঝরাতের ফোনালাপ’ তাঁর সংসার ধ্বংস করছে। সেই সময় রাজ-মিম-পরীমণির পাল্টাপাল্টি স্ট্যাটাস ও বিতর্কের চাপে মিম ঘোষণা দিয়েছিলেন, রাজের সঙ্গে তিনি আর কখনো কাজ করবেন না।
২০২৩ সালের শেষ দিকে শরীফুল রাজ ও পরীমণির বিচ্ছেদ কার্যকর হওয়ার পর বদলে যায় সম্পর্কের সমীকরণ। রাজ এখন ‘সিঙ্গেল’ হওয়ায় মিমের কাজে ফেরার পথে আগের মতো আর কোনো সামাজিক বা পারিবারিক বাধা নেই। একসময় যে জুটির রসায়ন নিয়ে ঘর ভাঙার অপবাদ উঠেছিল, তাঁদের এই রাজকীয় প্রত্যাবর্তন এখন ঢালিউড পাড়ায় টক অফ দ্য টাউন।

