বিড়ালের ওপর নিষ্ঠুরতা বন্ধে জাবি প্রশাসনকে আইনি নোটিশ
ছবিঃ বিপ্লবী বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বিড়ালের ওপর নিষ্ঠুরতা বন্ধ এবং এদের স্থানান্তর বা নিধন না করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশ পাঠান। তিনি 'এএলবি অ্যানিমেল শেল্টার' নামের একটি নিবন্ধিত প্রাণিকল্যাণ সংস্থার পক্ষে নোটিশটি পাঠিয়েছেন।  


​নোটিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম এবং জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে পাঠানো হয়েছে।  


​নোটিশে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিড়ালের ওপর নিয়মতান্ত্রিকভাবে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, যা ‘প্রাণিকল্যাণ আইন, ২০১৯’ এবং সংবিধানের ১৮(এ) অনুচ্ছেদের লঙ্ঘন। ক্যাম্পাসে ঘটে যাওয়া নিষ্ঠুরতার ভয়াবহ চিত্র তুলে ধরে নোটিশে বলা হয়, গর্ভবতী বিড়ালকে ছুড়ে ফেলে দেওয়া, পুরুষ বিড়ালের যৌনাঙ্গ কেটে ফেলা, আবাসিক হলের ওপর তলা থেকে বিড়াল নিচে ফেলে দেওয়া, গরম পানি ঢেলে দেওয়া এবং বাইক চাপা দেওয়ার মতো ঘটনা ঘটছে।  


​নোটিশে আরও উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর জাহানারা ইমাম হলের প্রভোস্ট বিড়ালকে ‘অসহনীয় উপদ্রব’ ও ‘জলাতঙ্কের ঝুঁকি’ হিসেবে উল্লেখ করে একটি চিঠি দিয়েছিলেন। আইনজীবী দাবি করেন, প্রভোস্টের ওই চিঠিতে বিড়াল অপসারণের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা প্রাণিকল্যাণ আইনের ৭ ও ৩ ধারার পরিপন্থী এবং বেআইনি।


এছাড়াও নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ সম্পর্কিত কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিসমূহ হলো –​অবিলম্বে বিড়াল স্থানান্তর, নিধন বা বিষপ্রয়োগের মতো কোনো পদক্ষেপ (আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক) বন্ধ করা, ​ক্যাম্পাসে প্রাণীর ওপর নিষ্ঠুরতা নিষিদ্ধ করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা, ​অপরাধীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও প্রচলিত আইনে মামলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা এবং  ​আহত প্রাণীদের জরুরি চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।  


​আগামী তিন দিনের মধ্যে এসব দাবি মানা না হলে হাইকোর্টে রিট দায়ের করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।