মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত
ছবিঃ বিপ্লবী বার্তা
মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম হুজাইফা সুলতানা আফনান। গুলিবিদ্ধ হয়ে আদিল নামে আরও এক যুবক আহত হয়েছেন।


আজ রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় হতাহতের এই ঘটনা ঘটে। 


নিহত আফনান (১২) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। আফনান নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের তেচ্ছিব্রিজ অংশ অবরোধ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জনতা সড়কে অবস্থান করছিল।


রোববার সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিশু নিহতের পর বিক্ষব্ধ জনতা সড়ক অবরোধ করেছে।


হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের চলমান সংঘাতের ফলে এপারে চলে আসা গুলিতে এক শিশু নিহত হয়েছে৷ সড়ক অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।


স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওপারে রাখাইনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে।