ছবিঃ সংগৃহীত
ভারতের ওড়িশার একটি প্রেক্ষাগৃহে প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ চলাকালীন কিছু ভক্ত কনফেটি বা উৎসবের রঙিন কাগজের টুকরোতে আগুন ধরিয়ে উল্লাস করেছেন। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের ভেতরে উচ্ছ্বাসিত ভক্তরা আগুন জ্বালিয়ে আনন্দ করছেন। কিন্তু বদ্ধ হলের ভেতরে এমন আচরণ বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করতে পারে। নেটিজেনরা এই ঘটাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।
কিছু ভক্তের দাবি, এ ধরনের আচরণ প্রিয় অভিনেতা প্রভাসকে জনসমক্ষে লজ্জিত করছে। তবে এখন পর্যন্ত অভিনেতা বা সিনেমা হল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি।
‘দ্য রাজা সাব’ গত শুক্রবার মুক্তি পেয়েছে এবং মুক্তির আগে থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। এর আগেও সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে কিছু দর্শক প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হয়েছেন। এবার আগুন জ্বালানোর ঘটনা সিনেমাটিকে পুনরায় আলোচনায় এনেছে।
মারুতি পরিচালিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। যদিও ভক্তরা প্রভাসের অ্যাকশন ও লুক নিয়ে উচ্ছ্বসিত, প্রেক্ষাগৃহে এমন বিশৃঙ্খল আচরণ জননিরাপত্তার প্রশ্নে বিতর্কের সৃষ্টি করেছে।

