জকসু নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’র নিরঙ্কুশ জয়, উল্লাসে জবি ক্যাম্পাস
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যরাত পেরিয়ে ফল ঘোষণা হতেই নারায়েতকবির ধ্বনিতে মুখর হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় দেড় দিন পর চূড়ান্ত ফল প্রকাশ হলে উল্লাসে ফেটে পড়েন বিজয়ীরা।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। মোট ২১টি পদের মধ্যে ১৫টিতে জয় লাভ করে প্রথম জকসু নির্বাচনে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছে এই প্যানেল।


ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি এই বিজয় উৎসর্গ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের এবং গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি। একই সঙ্গে বিজয়ী ও পরাজিত—সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকও প্রতিক্রিয়া জানান।



এর আগে সন্ধ্যার পর থেকেই একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করে। প্রাথমিক ফলাফলে স্পষ্ট ইঙ্গিত মিলছিল—কারা হতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদের নেতৃত্ব। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করলে স্লোগান ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।


এদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এই বিজয় কোনো একক সংগঠনের নয়; এটি সাধারণ শিক্ষার্থীদেরই জয়। তারা নিয়মিত ও উৎসবমুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন সংকট শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটাররা।


জকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৫টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। তবে সম্পাদকীয় তিনটি পদে জয় পেয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল।