নতুন বছরের শুরুতেই আবারও লাইট–ক্যামেরা–অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। তবে এবার তার এই প্রত্যাবর্তন বিশেষভাবে নজর কাড়ছে। দ্বিতীয় সন্তান ‘কাজু’র জন্মের মাত্র ১৮ দিনের মাথায় শুটিং সেটে হাজির হয়ে সবাইকে বিস্মিত করেছেন তিনি।
সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাফটার শেফস সিজন ৩’-এর শুটিং। এই শোতে কৃষ্ণা অভিষেক, কাশ্মীরা শাহ, করণ কুন্দ্রা, এলভিশ যাদব ও গুরমিত চৌধুরীর মতো তারকারা থাকলেও, অল্প সময়ের ব্যবধানে কাজে ফেরার সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন ভারতী। তার এই দ্রুত প্রত্যাবর্তনে নেটিজেনদের একাংশ যেমন প্রশংসা করছেন, তেমনি অনেকেই কৌতূহলী প্রশ্ন তুলছেন।
শুটিং সেটেই দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে মিষ্টি বিতরণ করেন ভারতী। এ সময় পাপারাজ্জিরা জানতে চান, কবে ভক্তদের সঙ্গে কাজুর পরিচয় করিয়ে দেবেন। জবাবে হাসিমুখে ভারতী বলেন, “গোলা আর কাজু দুজনেই এখন বাড়িতে আছে। কেউ যদি ক্যামেরা ছাড়া ব্যক্তিগতভাবে দেখা করতে আসেন, তাহলে অবশ্যই পরিচয় করিয়ে দেব।”
এসময় পাপারাজ্জিরা মজার ছলে তৃতীয় সন্তানের পরিকল্পনা নিয়েও প্রশ্ন করেন—কাজুর পর এবার কি ‘কিশমিশ’ আসছে? উত্তরে ভারতী হেসে বলেন, “অবশ্যই কিশমিশ আসবে! আমরা থামছি না। আমাদের জীবনে এমন আনন্দের মুহূর্ত আবারও আসবে।”
উল্লেখ্য, প্রথম সন্তান গোলার জন্মের পর থেকেই একটি কন্যা সন্তানের আকাঙ্ক্ষা ছিল ভারতীর। দ্বিতীয়বার মা হওয়ার সময় তিনি ছিলেন বেশ আবেগপ্রবণ। এমনকি হাসপাতালে কাজুকে প্রথমবার দেখার পর আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন এই জনপ্রিয় কমেডিয়ান।
মাত্র ১৮ দিনের ব্যবধানে কাজে ফিরে ভারতী সিং আবারও প্রমাণ করলেন, ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব—দুটোই সমানতালে সামলাতে জানেন তিনি।

