ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও অডিশনে অংশ নেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অডিশন নিয়ে নিজের দীর্ঘদিনের ভয় ও মানসিক চাপের কথা খোলাখুলিভাবে জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে তিশা বলেন, শুটিং সেটের স্বাভাবিক পরিবেশ ছাড়া তিনি অভিনয়ে নিজেকে সাবলীলভাবে প্রকাশ করতে পারেন না। লাইট, ক্যামেরা এবং পুরো ইউনিটের সঙ্গে সময় নিয়ে মানিয়ে নেওয়ার সুযোগ না পেলে চরিত্রের গভীরে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। এ কারণেই অডিশনের কথা শুনলেই তিনি নার্ভাস হয়ে যান।
নিজের দুর্বলতার কথা অকপটে স্বীকার করে তিশা বলেন, ‘আমি তো আসলে অভিনয় শিখে আসিনি। অডিশন দিলে আমি নিশ্চিত, আমাকে বাদ দেওয়া হবে। তাই সিনেমার মিটিংয়েই বলেছিলাম—অডিশন ছাড়া নিতে চাইলে নিতে পারেন।’
শাকিব খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি একটি সিনেমার জন্য তাকে অডিশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিনের অডিশন-ভীতির কারণেই শেষ পর্যন্ত সেই প্রক্রিয়ায় অংশ নেননি তিনি।
তিশার মতে, শুটিং সেটে সহশিল্পী ও ইউনিটের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়াই তার অভিনয়ের বড় শক্তি। সময় নিয়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে তিনি স্বাভাবিকভাবে চরিত্রে ঢুকতে পারেন বলে মনে করেন এই অভিনেত্রী।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিশা জানান, নাটক ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে এখন সময় কাটছে বেশ ব্যস্ততায়। সম্প্রতি সুনামগঞ্জে একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়া সামনে একটি বড় প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে কাজটি শুরু হতে পারে, তবে আপাতত এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

