১৪ কেন্দ্রের ফলাফলে ভিপিতে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির
ছবিঃ বিপ্লবী বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ প্রাপ্ত ১৪টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ভিপি (সহ-সভাপতি) পদে এগিয়ে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী। অন্যদিকে, জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন ঘোষিত ১৪টি কেন্দ্রের হালনাগাদ ফলাফলে এ চিত্র উঠে এসেছে।


১৪টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদলের প্রার্থী রাকিব। তিনি ১৬৭৩ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৪২৪ ভোট। ফলে এই মুহূর্তে ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন রাকিব।


সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্রার্থী আব্দুল আলীম। তিনি পেয়েছেন ১৬১২ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। আব্দুল আলীম তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮১৯ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।


সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের মাসুদ রানা। তিনি ১৪৬৬ ভোট পেয়ে তার অবস্থান শক্ত করেছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী তানজিল পেয়েছেন ১২৯৭ ভোট। এই পদে মাসুদ রানা ১৬৯ ভোটে এগিয়ে রয়েছেন।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এখনও চলছে এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।