নায়ক নেই, আছে ‘প্রেশার কুকার’: বুবলীকে নিয়ে রাফীর নতুন মিশন
ছবিঃ বিপ্লবী বার্তা
ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শকদের চমকে দিচ্ছেন নিয়মিত। অন্যদিকে চিত্রনায়িকা শবনম বুবলীও ব্যস্ত সময় পার করছেন নতুন নতুন প্রজেক্টে। তবে এবার এই দুই তারকাকে পাওয়া গেল এক ফ্রেমে। দীর্ঘ তিন বছরের বিরতি শেষে আবারও রায়হান রাফীর পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়ালেন বুবলী।


সিনেমার নাম ‘প্রেশার কুকার’। মঙ্গলবার থেকেই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। মজার ব্যাপার হলো, এই সিনেমায় বুবলীর বিপরীতে কোনো নির্দিষ্ট নায়ক নেই! গল্পটি আবর্তিত হয়েছে বুবলীকে কেন্দ্র করেই। এর আগে রাফীর পরিচালনায় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছিলেন বুবলী, এরপর দীর্ঘ বিরতি।


নতুন কাজটি নিয়ে উচ্ছ্বসিত বুবলী জানান, ‘রাফীর গল্পের হিরো আসলে গল্প নিজেই। তিন বছর পর ওর সাথে কাজ করছি। প্রেশার কুকারের গল্পটি একেবারেই সমসাময়িক এবং বাস্তবধর্মী। দর্শক এখানে আমাকে একদম ভিন্ন এক অবয়বে দেখতে পাবেন।’


পরিচালক রায়হান রাফী বরাবরই চমক দিতে ভালোবাসেন। তিনি মনে করেন, বড় কোনো তারকা নয়, বরং গল্পের প্রয়োজনে বুবলীই ছিলেন এই চরিত্রের জন্য সেরা পছন্দ। সিনেমাটি চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে চলছে কাজ।


নায়কহীন এই ‘প্রেশার কুকার’ কি দর্শকদের প্রত্যাশার পারদ চড়াতে পারবে? উত্তর মিলবে রূপালি পর্দায়।