অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা রাজনৈতিক বিষয়ে নিয়ে গেছে, যা দুই দেশের জন্যই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“এ ঘটনা শুরু হয়নি বাংলাদেশ থেকে। তবে যা হয়েছে, তা দুঃখজনক। দুই দেশের কারও জন্যই এটা ভালো হয়নি।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হলেও অর্থনৈতিক ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, “আমাদের ক্রয় কমিটির সিদ্ধান্ত এবং অর্থনৈতিক কার্যক্রমে যৌক্তিক উপায়ে কোনো প্রভাব পড়বে না। এটি শুধু অর্থ–বাণিজ্যের বিষয়। পারস্পরিক সম্পর্কের দিক নিয়ে আমি মন্তব্য করতে পারব না, এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করতে পারেন।”
মোস্তাফিজকে নিয়ে পরিস্থিতি রাজনৈতিক কিনা জানতে চাইলে তিনি বলেন, “পরিপ্রেক্ষিত দেখলে বোঝা যাবে, শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। মোস্তাফিজ একজন প্রতিভাবান ও বিখ্যাত ক্রিকেটার। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দয়াদাক্ষিণ্য করে নেওয়া হয়নি। হঠাৎ তা বন্ধ হওয়া খুবই দুর্ভাগ্যজনক।”
এসময় তিনি আবারও নিশ্চিত করেন যে, অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত কর্মকাণ্ডে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আরেক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল পৃথিবীর লোকজন যায়নি? হিটলারকে ঘৃণা করলেও সবাই কিন্তু গিয়েছিল। আমার মনে হয়, একটা আবেগের কাজ হয়েছে। দুই পক্ষ একটু বিবেচনা করলে সমাধান হবে।’
গত ৩১ ডিসেম্বরের মধ্যে যে এনবিআর দুই ভাগ হওয়ার কথা ছিল, এ বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, দেখুন ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে হয় কি না সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। ছোট একটা জিনিস আছে অন্তর্বর্তী সরকারের আমলেই এটা হবে।’

