যাত্রাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরে যাত্রাপুর বাজারে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক  শফিকুল ইসলাম বেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহবায়ক আইয়ুব আলী, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রহিমুদ্দিন হায়দার রিপন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, সদস্য নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুস সালাম, ছাত্রদল নেতা শাহিন আলম, কৃষক দল নেতা মফিজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মরহুম বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং রাজনৈতিক সংগ্রামের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন নেত্রী ছিলেন, যিনি আজীবন জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন।


আলোচনা শেষে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।