কোয়েল: পরিচালকের ভুল নামেই খ্যাতি
ছবিঃ সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের কাছে ‘কোয়েল মল্লিক’ নামে পরিচিত টলিউড অভিনেত্রী রঞ্জিত মল্লিকের কন্যা। তবে সম্প্রতি তিনি জানান, ‘কোয়েল’ আসলে তার প্রকৃত নাম নয়।


ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, তার আসল নাম ‘রুক্মিণী মল্লিক’। ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে যখন তার অভিনয় জীবন শুরু হয়, তখন পরিচালক হরনাথ চক্রবর্তী ভুলবশত ক্রেডিট লাইনে তার ডাকনাম ‘কোয়েল’ ব্যবহার করেন। কোয়েল বলেন, “পরিচালক ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে জিজ্ঞেস না করে সেই নাম ব্যবহার করেছিলেন।”


এ ভুলের কারণে গত ২০ বছর ধরে টলিউডের দর্শক তাকে ‘কোয়েল’ নামে চেনেন। অভিনেত্রী মজার ছলে বলেন, “যদি তখন আসল নাম ব্যবহার করা হতো, তাহলে সমসাময়িক অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে নামের মিল হয়ে যেত, যা কিছুটা বিভ্রান্তির কারণ হতে পারত।”


বর্তমানে কোয়েল মল্লিক নতুন সিনেমা ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এর আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর তিনি টলিউডে ফেরার সুযোগ পান। গুঞ্জন রয়েছে, তিনি অভিনেতা দেবের পরবর্তী সিনেমা ‘খাদান ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারেন।