দুর্ঘটনার কবলে তারকা জুটি আশিষ-রূপালী
ছবিঃ সংগৃহীত
ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা আশিষ বিদ্যার্থী এবং তার স্ত্রী রূপালী বড়ুয়া সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শুক্রবার রাতে আসামের গুয়াহাটির জু রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও দুজনেই শঙ্কামুক্ত বলে জানা গেছে।


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার রাতে গুয়াহাটির গীতানগর থানা এলাকার একটি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলেন আশিষ ও রূপালী। ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ নামের রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।


ধাক্কায় ভারসাম্য হারিয়ে দুজনেই রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এই ঘটনায় মোটরবাইক চালকও আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গীতানগর থানার পুলিশ তাদের উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। আহত বাইকচালককে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি শান্ত করতে নিজেই এক ভিডিও বার্তা শেয়ার করেছেন আশিষ বিদ্যার্থী। ভিডিওতে তিনি বলেন, “আমি এবং রূপালী রাস্তা পার হচ্ছিলাম, তখনই একটি বাইক আমাদের ধাক্কা দেয়। আমরা দুজনেই এখন স্থিতিশীল আছি। রূপালী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে। আমার সামান্য চোট লেগেছে ঠিকই, তবে আমি পুরোপুরি সুস্থ আছি। আপনারা চিন্তিত হবেন না।”


উল্লেখ্য, ষাটোর্ধ্ব এই অভিনেতা গত বছর রূপালী বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বর্তমানে তারা গুয়াহাটিতে ব্যক্তিগত সফরে রয়েছেন।