দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি কার্যক্রম বন্ধের নির্দেশ
ছবিঃ সংগৃহীত
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো হলো নারায়ণগঞ্জের ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। তথ্যটি জানানো হয়েছে ইউজিসির পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে।


কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত ও ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নির্দেশের আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।


চিঠিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় দুটির সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগ যাচাই, ওয়েবসাইট ডোমেইন পরিবর্তন, অবকাঠামো এবং সার্বিক বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের আলোকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।