ছবিঃ বিপ্লবী বার্তা
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া।
সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে উঠে পড়ে লেগেছিল ভারতের একটি উগ্রবাদী গোষ্ঠী। এমনকি টাইগার পেসারকে খেলালে স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দিয়েছিল তারা।
শুরুতে এসব পর্যবেক্ষণে রাখলেও এবার ভারতীয় বোর্ডও মোস্তাফিজকে না খেলানোর পক্ষেই রায় দিচ্ছে। স্কোয়াড থেকে তাকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে দেশটির বোর্ড। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই।
গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে এ নিয়ে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত করেছে। কাটার মাস্টারকে হারালে যে কলকাতার বোলিং ইউনিট যে দুর্বল হয়ে পড়বে, তাতে কোনো সংশয় নেই। ফ্র্যাঞ্চাইজিটি এখন কী বিকল্প ব্যবস্থা নেয়, সেটাই দেখার পালা।

