ছবিঃ বিপ্লবী বার্তা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৯ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. আকতার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে ভোট গণনা শুরু হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।
মোট ১৫টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে ১ জন করে এবং নির্বাহী সদস্য পদে ১০ জন।
তফসিল অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা সংশোধনের জন্য ৪ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে নির্বাচন কমিশনারের কাছে লিখিত আপত্তি জানানো যাবে এবং একইদিন বিকেল ৩টায় সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এ ছাড়া ৫ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। একই দিন দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে এবং বিকেল ৩টা ১৫ মিনিটে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত। ওই দিনই বিকেল ৩টা ৩০ মিনিটে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন পরিচালনার জন্য অধ্যাপক ড. মো. আকতার মাহমুদ ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

